ঢাকা, সোমবার, ৮ আশ্বিন ১৪৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ঢাবি ছাত্রদল সভাপতি-কৃষক দল নেতাসহ কারাগারে ১১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
ঢাবি ছাত্রদল সভাপতি-কৃষক দল নেতাসহ কারাগারে ১১

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. খোরশেদ আলম সোহেল (৩২) ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশসহ (৪৩) ১১ জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা এই আদেশ দেন।

 

মঙ্গলবার (০২ জানুয়ারি) আদালত সূত্রে এই তথ্য জানা গেছে।  

কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন হাজী বাহা উদ্দিন নোবেল, মো. জাকির হোসেন, মো. খন্দকার নজরুল ইসলাম, মো. সুমন, মো. রাকিবুল ইসলাম, মো. নুরুল আমিন পায়েল, মো. কায়কোবাদ হোসেন কবির, মো. লিটন হোসেন ও মো. জাহাঙ্গীর আলম।

গত ২৮ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তাদের চার দিনের রিমান্ডের আদেশ দেন। সেই রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক রফিকুল ইসলাম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।  

এরআগে, গত ২৭ ডিসেম্বর রাতে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি জানায়, খোরশেদ আলম সোহেল ও মেহেদি হাসান পলাশকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর কাঁটাবনে প্রাইম প্রিন্টার্স নামে একটি ছাপাখানায় অভিযান চালিয়ে ৫০ হাজারের বেশি লিফলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া, বোমা তৈরির সরঞ্জাম, তাজা বোমা, গান পাউডারসহ নাশকতায় ব্যবহৃত নানান সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পরে সেখান থেকে আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়। তারা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা। পরে তাদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।  

বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৪
কেআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।