ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আইন ও আদালত

নির্বাচন বাতিলের দাবিতে ১৪ জানুয়ারি আইনজীবীদের কালো পতাকা মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
নির্বাচন বাতিলের দাবিতে ১৪ জানুয়ারি আইনজীবীদের কালো পতাকা মিছিল

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও মন্ত্রিসভা গঠনের প্রতিবাদে দেশের সব আইনজীবী সমিতিতে আগামী ১৪ জানুয়ারি কালো পতাকা ও বিক্ষোভ মিছিল করবে বিএনপিসহ সমমনা আইনজীবীরা।  

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

 

সরকারবিরোধী আইনজীবীদের মোর্চা ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।  

‘ডামি নির্বাচন বাতিল ও বর্তমান ফ্যাসিস্ট শাসক দলের পদত্যাগের দাবিতে’ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ফ্রন্টের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।   

বক্তব্যে বলা হয়, বাংলাদেশের সম্মানিত ১২ কোটি ভোটার তথা আপামর জনগণ যেভাবে গত ৭ জানুয়ারি স্বআরোপিত লকডাউনের মাধ্যমে দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর আহ্বানে সাড়া দিয়ে জাতীয় নির্বাচনের নামে ডামি ও একতরফা নির্বাচন বর্জন করায় ফ্রন্টের পক্ষ থেকে দেশের জনগণকে জানাই বীরোচিত অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা।  

‘প্রকৃতপক্ষে জনগণের করের প্রায় তিন হাজার কোটি টাকা খরচ করে নির্বাচনের নামে ক্ষমতাসীন দলের জাতীয় সম্মেলন (কাউন্সিল) সম্পন্ন করায় তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। ’ 

বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ২৫ হাজারের অধিক নেতা-কর্মীর মুক্তি দাবি করে সংবাদ সম্মেলনে বলা হয়, ডামি নির্বাচন বাতিল, মন্ত্রিসভা গঠন এবং তৃতীয়বারের মতো জনগণের ভোটাধিকার হরণ করার প্রতিবাদে আগামী ১৪ জানুয়ারি দেশের সব আইনজীবী সমিতিতে আইনজীবীদের কালো পতাকা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ফ্রন্টের কো-কনভেনর জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী, জ্যেষ্ঠ আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী মহসিন রশিদ, শাহ আহমেদ বাদল, কায়সার কামাল, সৈয়দ মামুন মাহবুব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।