ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আইন ও আদালত

সিরাজগঞ্জ আইনজীবী সমিতির নেতৃত্বে আ.লীগ-জামায়াত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
সিরাজগঞ্জ আইনজীবী সমিতির নেতৃত্বে আ.লীগ-জামায়াত

সিরাজগঞ্জ: জেলা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৩-২৫) সভাপতিসহ ১০টি পদে আওয়ামী লীগ এবং সাধারণ সম্পাদকসহ সাতটি পদে জামায়াত ও বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।

সমিতির বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সভাপতি পদে আওয়ামী লীগের কায়সার আহমেদ লিটন ও সাধারণ সম্পাদক পদে জামায়াতে ইসলামীর মাসুদুর রহমান মাসুদ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ১৭টি পদের বিপরীত দুটি প্যানেলের ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৩৯০ জন আইনজীবী সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আওয়ামী লীগের অন্যান্য নির্বাচিত প্রার্থীরা হলেন সহ-সভাপতি লুৎফর রহমান, গ্রন্থাগার সম্পাদক আসিফ আজাদ (রাতুল), সহকারী গ্রন্থাগার সম্পাদক মোছা. খাতুনে জান্নাত (বন্যা), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. মুজাহিদ বিন রহমান (মিঠুন), হিসাব নিরীক্ষক গোলাপ হোসেন, সহকারী হিসাব নিরীক্ষক সাইফুল্লাহ তাড়াশী, নির্বাহী সদস্য হেদায়েতুল ইসলাম, এ.কে. এম হাসান ফারুক (রুমি) ও রেজাউল বারী (রন্টু)।

বিএনপি ও জামায়াতে ইসলামী প্যানেলের বিজয়ীরা হলেন সহ-সভাপতি পদে জামায়াত নেতা মো. আলিমুল হক, সহ-সাধারণ সম্পাদক বিএনপির নাদিম ইবনে মোস্তফা, কোষাধ্যক্ষ জামায়াতের মো. ওয়ালী উল্লাহ, নির্বাহী সদস্য জামায়াতের রফিকুল ইসলাম সেলিম ও এনামুল করিম শাহীন এবং বিএনপির আমান উল্লাহ মণ্ডল।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।