ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আইন ও আদালত

ক্রিকেটার স্বর্ণার আইফোন-ডলার চুরি, আরেক ক্রিকেটারের স্বামী রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
ক্রিকেটার স্বর্ণার আইফোন-ডলার চুরি, আরেক ক্রিকেটারের স্বামী রিমান্ডে

ঢাকা: বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্রিকেটার স্বর্ণা আক্তারের (১৭) দুটি আইফোন ও সাড়ে তিন হাজার ডলারসহ মোট সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল চুরির অভিযোগে হওয়া মামলায় আরেক ক্রিকেটারের স্বামীসহ দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব রিমান্ডের এ আদেশ দেন।

 

দুই আসামির মধ্যে ক্রিকেটারের স্বামী আল-আমিন দেওয়ান আযানের তিনদিন ও অপর আসামি আব্দুর রহিম মিলনের একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।  

এদিন তাদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলানগর থানার উপপরিদর্শক (এসআই) মশিউল আলম ভূঁইয়া। শুনানি শেষে বিচারক তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।  

গত ৩০ জানুয়ারি আসামির বিরুদ্ধে রাজধানীর শেরে বাংলানগর থানায় মামলা দায়ের করেন স্বর্ণা।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৯ জানুয়ারি সকালে সদ্য বিয়ে করা নারী ক্রিকেটারের স্বামীকে বাসায় রেখে সকাল সাড়ে ৯টার দিকে তেজকুনীপাড়া খেলাঘর মাঠে অনুশীলনে যান তিনিসহ তার তিন রুমমেট। বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্ত মাঠে এসে মোবাইল দেখতে চান। এরপর ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন বের করে ছবি উঠিয়ে চলে যান।

এরপর স্বর্ণা ব্যাগ চেক করে দেখেন তার ব্যাগে থাকা আইফোন ১৩ প্রো (যার মূল্য এক লাখ ১৮ হাজার টাকা) ও আইফোন ১৩ মিনি (যার মূল্য ৮১ হাজার টাকা) নেই। অন্য রুমমেটের ফোন থেকে দুটি মোবাইল নম্বরে ফোন করলে ফোন বন্ধ পান। মাঠের অনুশীলন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে ফ্ল্যাটের মূল দরজা লক করা দেখে দারোয়ানকে ডেকে তালা ভাঙেন। বাসার ভেতর ঢুকে রুমের সমস্ত জিনিস এলোমেলো অবস্থায় পান।

এজাহারে আরও বলা হয়, ওয়ারড্রবের ড্রয়ারের তালা ভেঙে সাড়ে তিন হাজার ডলার চুরি করে নিয়ে যায়। তার আরেক রুমমেট তানিয়ার ব্যাগে থাকা নগদ সাড়ে ছয় হাজার টাকা, জন্মসনদ, প্রাইম ব্যাংকের চেক বই ও প্রাইম ব্যাংকের ভিসা কার্ডসহ ব্যাগ চুরি করে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৪
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।