ঢাকা: প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা থানার মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন তার জামিন মঞ্জুর করেন।
গত ৫ নভেম্বর ভোরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে আলতাফ হোসেনকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ওইদিনই তাকে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনার এ মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অপরদিকে এক যুগ আগে রাজধানীর গুলশান থানার নাশকতার মামলায় গত ২৮ ডিসেম্বর আলতাফ হোসেন চৌধুরীকে ২১ মাসের কারাদণ্ড দেন। সেই মামলায় তিনি আপিল করে জামিন পেয়েছেন।
এছাড়া তার নামে গত ২৮ অক্টোবরের সমাবেশকে ঘিরে চারটি মামলায় আসামি করা হয়। উচ্চ আদালতের নির্দেশে গত ১১ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন। ওইদিনই তিনটি ও গত ১৫ ফেব্রুয়ারি এক মামলায় জামিন পান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
কেআই/আরবি