ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বিদেশ না যাওয়ার শর্তে সিলেট বিএনপির দুই নেতাসহ ৫ জনের জামিন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
বিদেশ না যাওয়ার শর্তে সিলেট বিএনপির দুই নেতাসহ ৫ জনের জামিন

সিলেট: রাজনৈতিক মামলা থেকে উচ্চ আদালতের পর এবার নিম্ন আদালতে জামিন পেলেন সিলেট বিএনপির শীর্ষ সারির দুই নেতানহ পাঁচজন।  

নেতাদের মধ্যে রয়েছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েছ লোদী।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সিলেট অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নুরে আলম ভূঁইয়া শর্ত সাপেক্ষে তাদের দুজনের জামিন মঞ্জুর করেন।

গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে দায়ের হওয়া বিভিন্ন ‘রাজনৈতিক মামলা’ থেকে উচ্চ আদালতের পর নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন সিলেট মহানগর বিএনপির ৫ নেতা। এরই মধ্যে সিলেট মহানগর বিএনপির অন্যতম দুই শীর্ষ নেতাকে 'দেশের বাইরে না যাওয়ার শর্তে' জামিন দেওয়া হয়েছে, এমনটি জানিয়েছে আদালত সূত্র।

সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী বলেন, গত বছরের ২৮ অক্টোবর থেকে সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপি আন্দোলনে করে। এ ঘটনায় নগরের বিভিন্ন থানায় দায়ের করা মামলায় সিলেট মহানগরের ৫ জন নেতাকর্মীদের নিম্ন আদালত জামিন দিয়েছেন। তবে আমাদের মহানগর কমিটির সভাপতি নাসিম হোসাইন ও আমাকে বিদেশ না যাওয়ার শর্তে জামিন দেওয়া হয়েছে।

এরআগে গত ৫ ফেব্রুয়ারি বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নাসিম, লোদীসহ সিলেটের বিএনপির অন্তত ৫০ নেতাকর্মী ছয় সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
এনইউ/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।