ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

সলিসিটরের অপসারণ চেয়ে নোটিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মে ১৩, ২০২৪
সলিসিটরের অপসারণ চেয়ে নোটিশ

ঢাকা: রবীন্দ্র কাচারি বাড়ি রক্ষা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করায় সলিসিটরের অপসারণ দাবিতে নোটিশ পাঠিয়েছেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

আগামী ৭ দিনের মধ্যে ওই পদ থেকে অপসারণ করার অনুরোধ জানিয়ে আইন সচিবকে ডাকযোগে সোমবার (১৩ মে) নোটিশ পাঠিয়েছেন তিনি।

আইনজীবী মনজিল মোরসেদ জানান, সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাচারি বাড়ি রক্ষার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ২০১৪ সালে একটি রিট পিটিশন দায়ের করে। ওই রিটের শুনানির পর বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলম আদেশ দেন।

আদেশে শাহজাদপুরে রবীন্দ্রনাথের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক অস্তিত্ব রক্ষায় কোনো স্থাপনা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি না, তা অনুসন্ধান করতে হবে; ওই স্থানের কাছাকাছি বা কাছাকাছি অবস্থিত কোনো ভবন বা কাঠামো থাকলে আইন অনুযায়ী পদক্ষেপ এবং ওই স্থানের পবিত্রতা ও কাঠামো রক্ষার জন্য এবং স্থাবর পুরাকীর্তি সংরক্ষণের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এছাড়াও, পুরাকীর্তি আইন ১৯৬৮ অনুসারে রবীন্দ্রনাথের কাচারি বাড়ির কাছে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী সুউচ্চ ভবন নির্মাণের উদ্যোগ নিলে রবীন্দ্রনাথের কাচারির পবিত্রতা রক্ষার্থে তাদের কাজ বন্ধের নোটিশ দেওয়া হয়।

মনজিল মোরসেদ আরও জানান, যেহেতু ওই রায়টি সরকারের বিরুদ্ধে যায়নি সেহেতু সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেনি। সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করার ক্ষমতা সলিসিটরের ওপর ন্যস্ত করা হয়েছে এবং মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী আপিল দায়ের করার পদক্ষেপ নেবেন তিনি। কিন্তু, তা অনুসরণ না করে সলিসিটর অফিসের পক্ষ থেকে হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল মামলা ১৩৮/২০২৪ দায়ের করা হয়েছে এবং আপিল দাখিলের সময় বাদী হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মহাপরিচালক, সিরাজগঞ্জের জেলা প্রশাসকসহ অন্যদের দেখানো হয়েছে। কিন্তু তারা কেউই আপিল করার অনুরোধ করেননি বা কোনো ওকালতনামায় স্বাক্ষর করেননি। সলিসিটর নিজেই ওকালতনামায় তার নিজ নাম স্বাক্ষর করেছেন।

এ আপিল সম্পর্কে অবহিত হওয়ার পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ৪ এপ্রিল সলিসিটরকে একটি চিঠি পাঠিয়ে অবিলম্বে আপিল প্রত্যাহারের অনুরোধ জানানো হয়।

ওই চিঠি সত্ত্বেও সলিসিটর সরকারি স্বার্থের বিরুদ্ধে দায়ের করা আপিল প্রত্যাহার করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলে জানান আইনজীবী মনজিল মোরেসেদ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ১৩, ২০২৪
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।