ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

বদলি সাজা: সেই যুবলীগ নেতা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, মে ১৩, ২০২৪
বদলি সাজা: সেই যুবলীগ নেতা কারাগারে ছবি: সংগৃহীত

ঢাকা: নিজের সাজা অন্যজনকে দিয়ে খাটানোর ঘটনায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত আসামি যুবলীগ নেতা নাজমুল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১৩ মে) ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আমিনুল ইসলামের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি।

এরপর বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০২০ সালের আগস্ট মাসে উত্তরার একটি বাসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ আনোয়ার হোসেন নামে একজনকে আটক করে। তবে পালিয়ে যান চক্রের মূলহোতা যুবলীগ নেতা নাজমুল হাসান। নাজমুল ঢাকার উত্তরার ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা।

এ ঘটনায় দুজনকে আসামি করে মামলা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিচারে অপরাধ প্রমাণ হওয়ায় পলাতক নাজমুল হাসানকে সাত বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। সেই রায়ের বিরুদ্ধে নাজমুল হাসানের নামে ২০২৩ সালে হাইকোর্টে একটি আপিল করা হয়। হাইকোর্টের একটি বেঞ্চে আপিল শুনানি শেষে গত ১৫ ফেব্রুয়ারি রায়ের জন্য দিন ধার্য ছিল।

এরমধ্যে গত ফেব্রুয়ারি মাসে জাতীয় দৈনিকে ‘মাদক মামলায় যুবলীগ নেতার আয়নাবাজি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরশেদ আদালতে আবেদন জানান।

একপর্যায়ে গতকাল ১২ মে নাজমুলকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। সে অনুযায়ী আজ তিনি আত্মসমর্পণ করলেন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, মে ১৩, ২০২৪
কেআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।