ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

বরিশালে স্ত্রী নির্যাতনের দায়ে এএসআইয়ের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মে ২০, ২০২৪
বরিশালে স্ত্রী নির্যাতনের দায়ে এএসআইয়ের কারাদণ্ড আদালতের রায়: প্রতীকী ছবি

বরিশাল: বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) দুই বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার (২০ মে) বরিশাল নারী ও শিশুনির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ দণ্ড দেন বলে জানান বেঞ্চ সহকারী কাজী মো. হুমায়ুন কবির।

দণ্ডপ্রাপ্ত ঈশা খান পটুয়াখালী সদর উপজেলার শেহাকাঠি গ্রামের মৃত ইয়াসিন খানের ছেলে। তিনি ভোলার কলতলীর চর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই হিসেবে কর্মরত।

বর্তমানে ঈশা খান সাময়িক বরখাস্ত হয়েছেন ভোলা জেলা পুলিশের এক আদেশ থেকে জানা গেছে।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ঈশা খান আদালতে উপস্থিত ছিলেন।

বেঞ্চ সহকারী কাজী মো. হুমায়ুন কবির বলেন, ২০১৭ সালে কাশিপুর এলাকার বাসিন্দা মৃত গোলাম মোস্তফার কন্যা শাহনাজ আফরোজের সঙ্গে বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে তাকে আড়াই লাখ টাকা দেওয়া হয়। এরপর আরও ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে। এএসআই ঈশা খানের নির্যাতনে স্ত্রী শাহনাজ পারভীনের গর্ভপাত হয়।

এ ঘটনায় ২০২০ সালের ১ জানুয়ারি বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়।

মামলায় বিচারক ৯ জনের সাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন। সাজা পরোয়ানায় ঈশা খানকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান বেঞ্চ সহকারী।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মে ২০, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।