ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন সভাপতি জয়নুল আবেদীন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, জুন ৯, ২০২৪
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন সভাপতি জয়নুল আবেদীন

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীনকে বিএনপি সমর্থিত আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (৯ জুন) বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে সভাপতির শূন্য পদে সিনিয়র আইনজীবী বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীনকে দায়িত্ব দেওয়া হয়েছে।  

২০২২ সালের ৮ অক্টোবর জ্যেষ্ঠ আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীকে সভাপতি ও কায়সার কামালকে মহাসচিব করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়। এরপর গত বছরের ২১ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

গত ২ মে এ জে মোহাম্মদ আলী মৃত্যুবরণ করেন।    

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জুন ০৯, ২০২৪
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।