ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

হত্যা মামলায় জাকির খানকে আদালতে হাজির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
হত্যা মামলায় জাকির খানকে আদালতে হাজির

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আদালতে হাজির করা হয়েছে জাকির খানকে।

সোমবার (২৪ জুন) অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরার আদালতে তাকে হাজির করে পুলিশ।

এর আগে সকালে কারাগার থেকে কঠোর নিরাপত্তায় বুলেটপ্রুফ জ্যাকেট ও ডান্ডাবেড়ি পরিয়ে জাকির খানকে আদালতে নিয়ে আসে পুলিশ। এজন্য আদালতপাড়ায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

হাজিরা শেষে আবারো কঠোর নিরাপত্তায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান, ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় আদালতের পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী তাকে আদালতে হাজির করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।