ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

গ্রেপ্তার ৩৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিন শুনানি বিকেলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
গ্রেপ্তার ৩৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিন শুনানি বিকেলে

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ঢাকায় হওয়া মামলায় গ্রেপ্তার ৩৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিনের শুনানি আজ শুক্রবার (২ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত হবে।

আইন মন্ত্রণালয় থেকে জানা গেছে, ঢাকার সিএমএম কোর্টে এ শুনানি হবে।

সাম্প্রতিক সহিংসতার ঘটনার মামলায় অনেক এইচএসসি পরীক্ষার্থী গ্রেপ্তার হয়। কিছু কিছু কলেজের পরীক্ষার্থীরা বলেছেন, গ্রেপ্তার পরীক্ষার্থীদের মুক্তি না দিলে তারা পরীক্ষায় অংশ নেবেন না।  

অবশ্য সরকারও নিরপরাধ শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের হয়রানি করা হবে না বলে জানিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।