ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

বরিশালে ৬৩ জনের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
বরিশালে ৬৩ জনের জামিন

ব‌রিশাল: শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ৬৩ জন জামিনে মুক্ত হয়েছেন।

সোমবার (০৫ আগস্ট) সন্ধ্যা থেকে মঙ্গলবার (০৬ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত তারা মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন জিআরও ও আইনজীবীরা।

বরিশাল মহানগর পুলিশের তিন থানার নিবন্ধন কর্মকর্তারা জানান, সোমবার সন্ধ্যায় বিশেষ আদালতে দেওয়া জামিনে মুক্ত হয়েছেন তিনজন। তাদের মধ্যে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার ও বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট লিংকন উল্লেখযোগ্য। আর মঙ্গলবার এক সঙ্গে জামিনে মুক্ত হয়েছেন ৬০ জন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন বলেন, মঙ্গলবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালত, মহানগর ও জেলা বিচারিক হাকিম আদালতের মাধ্যমে ৬০ জন জামিনে মুক্তি পেয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৪
এমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।