ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

স্থবিরতা কাটিয়ে উঠছে ঢাকার নিম্ন আদালত 

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
স্থবিরতা কাটিয়ে উঠছে ঢাকার নিম্ন আদালত 

ঢাকা: সরকার পতনের আন্দোলনকে সাধারণ ছুটি ঘিরে স্থবির হয়ে পড়েছিল ঢাকার নিম্ন আদালত। তবে সেই স্থবিরতা কাটিয়ে উঠতে কাজ চলছে।

 

রোববার (১১ আগস্ট) ঢাকার আদালতগুলোতে সীমিত পরিসরে বিচারকাজ চলছে। সরেজমিনে দেখা যায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামস জগলুল হোসেন এজলাসে বসেন। এদিন বিচারিক আদালতের মামলাসহ ফৌজদারি বিবিধ মামলাগুলো শুনানি হচ্ছে।

একই অবস্থা দেখা যায়, বিশেষ আদালতগুলোতে। কার্যতালিকায় মামলাগুলো এদিন আদালতে উপস্থাপন করা হয়। তবে সাক্ষ্যগ্রহণ বা গুরুত্বপূর্ণ কোনো শুনানি হয়নি বলে আইনজীবীরা জানিয়েছেন। এছাড়া রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবীও এদিন আদালতে হাজির হননি।

বিচারকাজ চলেছে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতেও। এদিন বিচারকাজ চলেছে ঢাকার জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিনের আদালতে। দেওয়ানি, ফৌজদারি ও ফৌজদারি বিবিধ মামলার শুনানি হয়েছে।  

ঢাকার চিফ মেট্রোপলিটন ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত সপ্তাহে সীমিত পরিসরে কাজ চলেছে। চলতি সপ্তাহে কাজের পরিধি কিছুটা বেড়েছে।  

তবে আদালত প্রাঙ্গণে পোষাকসহ কোনো পুলিশকে নিরাপত্তা রক্ষায় দেখা যায়নি। তবে বিজিবির অল্প সংখ্যক সদস্যকে আদালত এলাকায় নিরাপত্তা দিতে দেখা যায়।  

আইনজীবী ফারুক আহাম্মদ বাংলানিউজকে বলেন, জামিনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে এদিন শুনানি হয়। তবে সাক্ষ্যগ্রহণ বা বিচারিক কাজ হয়নি। কারণ এদিন কারাগার থেকে কোনো আসামিকে আদালতে হাজির করা হয়নি। তাই বিচারকরা এজলাসে বসলেও কোনো আসামিকে হাজির করা হয়নি।  

আরেক আইনজীবী আব্দুল খালেক মিলন জানান, আদালতে স্থবিরতা দেখা দিয়েছে। আশা করছি, চলতি সপ্তাহেই স্থবিরতা কাটিয়ে পূর্ণরূপে আদালতের কাজ শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
কেআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।