ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

নীলফামারীতে অপহরণ ও ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
নীলফামারীতে অপহরণ ও ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

নীলফামারী: নীলফামারীতে অপহরণ ও ধর্ষণ মামলায় জাবেদ আলী (৬০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বুধবার (১৪ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. গোলাম সারওয়ার এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি জাবেদ আলীর বাড়ি দিনাজপুর জেলা সদরের কোতোয়ালি থানার ঘাসিপাড়ায়। তবে তিনি নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের দক্ষিণ সুটিপাড়া এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১ সেপ্টেম্বর সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের ১২ বছর বয়সী একটি মেয়েকে বাইসাইকেল কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যান জাবেদ। রাতে মেয়েটিকে তার দক্ষিণ সুটিপাড়ার ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন।

বিষয়টি এলাকায় জানাজানি হলে এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নীলফামারী সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার তদন্ত শেষে নীলফামারী থানার সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে েএ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রামেন্দ্র বর্ধন বাপ্পী জানান, মামলায় ১২ জনের সাক্ষ্য নেন আদালত।  

বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।