ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

সপ্তাহে ৩ দিন চলবে চেম্বার আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৪
সপ্তাহে ৩ দিন চলবে চেম্বার আদালত

ঢাকা: আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম সপ্তাহে তিনদিন চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।  

সপ্তাহের প্রতি রোববার, সোমবার ও বুধবার দুপুর সোয়া ২টা থেকে চেম্বার আদালতের কার্যক্রম চলবে।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিজ্ঞপ্তি দিয়েছেন আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।

বিজ্ঞপ্তির ভাষ্য মতে, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম সপ্তাহের প্রতি রোববার, সোমবার ও বুধবার দুপুর সোয়া ২টা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।  

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৪
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।