ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

যুবদল নেতা হত্যা: আ.লীগ নেতা আহমদ ও সোহায়েল রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
যুবদল নেতা হত্যা: আ.লীগ নেতা আহমদ ও সোহায়েল রিমান্ডে

ঢাকা: যুবদল নেতা নবীন তালুকদার হত্যার ঘটনায় রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম রিমান্ডের এই আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন পল্টন থানার উপপরিদর্শক নাজমুল হাসান। সেই আবেদনের শুনানি শেষে বিচারক তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে মঙ্গলবার রাতে সোহায়েলকে বনানী থেকে ও আহমদ হোসেনকে গুলশান এলাকা থেকে আটক করে ডিএমপি গোয়েন্দা ডিবি বিভাগ। নিরাপত্তা স্বার্থে তাদের রাতে ডিবি কার্যালয়ে রাখা হয়।

এরপর আজ তাদের পল্টন থানার যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড ১০ দিনের আবেদনসহ আদালতে পাঠানো হয়।

২০১০ সাল থেকে দুই বছর র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ছিলেন সোহায়েল। আওয়ামী লীগ সরকারের সময় চাকরিতে তার দ্রুত উন্নতি ঘটে।

দুর্নীতি, জোরপূর্বক আটকে রেখে নির্যাতন, হত্যা, গুমসহ বিভিন্ন অভিযোগ ওঠার পর গত সোমবার সোহায়েলকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জানায় বাংলাদেশ নৌবাহিনী। এর একদিন পর তাকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।