ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

সাবেক এমপি সালাম মুর্শেদীসহ ৬৮ জনের নামে মামলা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
সাবেক এমপি সালাম মুর্শেদীসহ ৬৮ জনের নামে মামলা 

খুলনা: খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুস সালাম মুর্শেদীসহ ৬৮ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।  

মঙ্গলবার (২৭ আগস্ট) বিএনপি কর্মী সোহেল পারভেজ কাকন বাদী হয়ে দিঘলিয়া থানায় এ মামলার দায়ের করেছেন।

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৫ আগস্ট বিকেলে কেন্দ্রীয় বিএনপি নেতা আজিজুল বারী হেলাল দলীয় নেতাকর্মী নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য দিঘলিয়া ফেরিঘাট সংলগ্ন পাকা রাস্তায় পার্শ্ববর্তী স্থানে অবস্থান করেন। এমন সময়ে সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীসহ আসামিদের নিয়ে কাটা রাইফেল, কাটা বন্দুকসহ বেআইনি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আজিজুল বারী হেলালের গাড়ি বহরের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করেন। এ সময় তারা গুলি করলে গুলি ও বোমা বিস্ফোরণ ঘটায়। এছাড়া রামদায়ের কোপে বিএনপি নেতা খান মোহাম্মদ, সাজ্জাদসহ বেশ কয়েকজন রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় আব্দুস সালাম মুর্শেদীসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ৬৮ জনের নামোল্লেখ এবং ২০/২৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।