ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

আইন কমিশনের পরামর্শক হলেন মোহাম্মদ হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
আইন কমিশনের পরামর্শক হলেন মোহাম্মদ হোসেন

ঢাকা: আইন কমিশনের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে মোহাম্মদ হোসেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়কি বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইন কমিশন আইন,১৯৯৬ এর ৭ (ক)  (৩) ধারা অনুযায়ী এ কে মোহাম্মদ হোসেনকে সরকারের সচিব পদ মর্যাদা ও সুযোগ সুবিধায় যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন মাস মেয়াদে আইন কমিশনের পরামর্শক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
ইএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।