ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

এস আলম গ্রুপের অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান নিয়ে তথ্য চাইলেন হাইকোর্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এস আলম গ্রুপের অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান নিয়ে তথ্য চাইলেন হাইকোর্ট

ঢাকা: এস আলম গ্রুপের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান বিষয়ক তথ্য চেয়েছেন হাইকোর্ট।

আগামী রোববারের (২৯ সেপ্টেম্বর) মধ্যে দুর্নীতি দমন  কমিশনকে এ তথ্য দিতে বলা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মো. রুকুনুজ্জামান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ।

পরে শাহীন আহমেদ জানান, দুদকের পক্ষ থেকে বললাম এস আলম গ্রুপের যে অর্থ পাচারের ব্যাপারগুলো আসছে সে ব্যাপারে দুদক অলরেডি অনুসন্ধান কার‌্যক্রম চালিয়ে যাচ্ছে। এটি কোন পর্যায়ে আছে সে তথ্যগুলো এখনো হাতে পাইনি। আদালত বললে তথ্যগুলো হাতে পেয়ে অবহিত করতে পারবো। এর প্রেক্ষিতে রিটটি রোববার পর্যন্ত মুলতবি রেখে দুদককে আদেশ দিয়েছেন যে, এস আলম গ্রুপের অর্থ পাচার অভিযোগের ওপর কী অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে তার সব তথ্যগুলো রোববারের মধ্যে আদালতকে অবহিত করতে বলেছেন।   

এর আগে গত সপ্তাহে রিটটি করেছেন আইনজীবী রুকুনুজ্জামান। রিটে এস আলম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পত্তির তালিকা দাখিল করার নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে আদালতের অনুমতি ছাড়া কোম্পানির পরিচালকসহ পরিবারের সদস্যদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। পাশাপাশি এসব সম্পত্তি স্থানান্তর বা বিক্রির ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

রিটের পর আইনজীবী মো. রুকুনুজ্জামান বাংলানিউজকে জানান, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত এস আলম গ্রুপের নেওয়া ঋণের পরিমাণ, বিদেশে পাচারকৃত অর্থ এবং সম্পত্তির তালিকা ও ক্রোকের আদেশ এবং কোম্পানির পরিচালকসহ পরিবারের সদস্যদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা,  সেপ্টেম্বর ২২, ২০২৪
ইএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।