ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

১৫ বছরের সব গুমের অভিযোগ তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে আবেদন

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
১৫ বছরের সব গুমের অভিযোগ তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে আবেদন

ঢাকা: ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত আমলগুলোতে গুমের অভিযোগ তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আবেদন করা হয়েছে। ২০১৮ সালে ১০ দিন গুম রাখার অভিযোগ এনে সোমবার (২৩ সেপ্টেম্বর) প্রসিকিউশন কার্যালয়ে এ অভিযোগ করেন ব্যবসায়ী এনামুল কবির।

পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এনামুল কবির নামের এক ব্যবসায়ীকে ২০১৮ সালের ১৭ নভেম্বরের বাসাবোর ব্যবসায়ী কার্যালয় থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। তৎকালীন ডিবির অফিসার মশিউরের নির্দেশে তাকে চোখ বন্ধ করে হাত-পা বেঁধে আটকে রাখে। পরে ২৬ নভেম্বর মামলা দেয়। হাত-পায়ের মাঝখানে লাঠি ঢুকিয়ে ঝুলিয়ে রাখে। নির্যাতন করে বিরোধী তথা জামায়াতের তথ্য জানতে চেয়েছে। তার অফিস থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে মর্মে মামলা করে। অনেক দিন কারাগারে থাকার পর তিনি জামিন পান। এ বিষয়ে অভিযোগ এনে তিনি শেখ হাসিনাসহ ২৫ জনের নামোল্লেখ করেছেন। পাশাপাশি বিগত সরকারে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত গুমের ঘটনাও তদন্তে চেয়েছেন। আমরা এখন এটি যাচাই-বাছাই করে দেখবো।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।