ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই: ফরিদপুরে ২ জনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই: ফরিদপুরে ২ জনের মৃত্যুদণ্ড

ফরিদপুর: ফরিদপুরে ইজিবাইক চালক বাবুল হোসেন হত্যা মামলায় জড়িত দুইজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  

রোববার (২৭ অক্টোবর) দুপুরে এ আদেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- ফরিদপুরের খাসকান্দির মৃত মইনুদ্দিন শেখের ছেলে শহিদ শেখ ও গোপালগঞ্জ জেলার মোকছেদপুরের হালিম শেখের ছেলে নজরুল শেখ। এছাড়া ফরিদপুর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের রিপন খানের ছেলে রাব্বি খানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।

রায় ঘোষণার সময় শহিদ শেখ আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া অপর দুই জন পলাতক রয়েছেন।

জানা যায়, গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার আবু বক্করের ছেলে বাবুল হোসেন একজন ইজিবাইক চালক। গত ২০২১ সালের ২১ মার্চ মোকছেদপুর থেকে কয়েকজন যাত্রী নিয়ে ফরিদপুরে আসেন তিনি। এর দুইদিন পর ২৩ মার্চ বেড়িবাঁধ এলাকায় বাবুল হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।  

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার আবু বক্করের ছেলে বাবুল হোসেন একজন ইজিবাইক চালক। ২০২১ সালের ২১ মার্চ সন্ধ্যায় চারজন যুবক গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ড থেকে বাবুলের ইজিবাইকটি ফরিদপুর শহরে আসার উদ্দেশ্যে ভাড়া করেন। পরে ফরিদপুর এসে ওই রাতেই যাত্রীরা শহরের মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার রাস্তার ঢালে বাবুল হোসেনকে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে যায়। পরে তার পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করে।  

এ ঘটনায় নিহত বাবুল হোসেনের ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাক্ষী ও শুনানি শেষে আদালত আজ মামলার এ রায় ঘোষণা দেন।  

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের পিপি অ্যাড. নওয়াব আলী মৃধা জানান, ইজিবাইক চালক বাবুল হোসেন হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।  

তিনি আরও জানান এ রায়ের ফলে দেশে অপরাধপ্রবণতা কমে আসবে এবং সমাজে শৃঙ্খলা ফিরে আসতে ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।