ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

গৌরনদীর সাবেক মেয়র হারিস পাঁচ দিনের রিমান্ডে  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
গৌরনদীর সাবেক মেয়র হারিস পাঁচ দিনের রিমান্ডে  

বরিশাল: বিভিন্ন মামলায় বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিসুর রহমানকে পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
 
মঙ্গলবার (২৯ অক্টোবর) বরিশাল জুডিশিয়াল আদালতের বিচারক সারাহ্ ফারজানা হক এই রায় দেন।

এর আগে সকালে রাজধানীর রামপুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু জানান, হারিসের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের শাসনামলে চাঁদাবাজি, হামলা-মারামারি ও বোমা বিস্ফোরণের অভিযোগে সাতটি মামলা হয়েছে। বিএনপির নেতাকর্মীদের দায়ের করা মামলাগুলোতে হারিসকে প্রধান আসামি করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতে আনা হলে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তবে যে মামলায় হারিসকে গ্রেপ্তার করা হয়েছে তার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার৷ হয়রানি করতে এই মামলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।  

এদিকে হারিসের শারীরিক অবস্থা ভালো নেই বলে আদালতকে জানালে স্বাস্থ্য পরীক্ষায় তাকে সুস্থ পাওয়া যায় তবেই রিমান্ডে নেওয়ার কথা জানায় আদালত।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।