ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ডিজিটাল নিরাপত্তা আইনের ৪ মামলায় রফিকুল মাদানী খালাস

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
ডিজিটাল নিরাপত্তা আইনের ৪ মামলায় রফিকুল মাদানী খালাস

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় ‘শিশুবক্তা’ খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে খালাস দিয়েছেন আদালত।  

বুধবার (৬ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এ রায় দেন।

মামলাগুলো রাজধানীর মতিঝিল, তেজগাঁও, পল্টন ও গাজীপুরের গাছা থানায় হয়েছিল বলে জানান ওই আদালতের পাবলিক প্রসিকিউটর রফিকুল ইসলাম।

তিনি আরও জানান, বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিলে সরকারবিরোধী এবং ধর্মীয় অবমাননাকর বক্তব্য প্রদানের পরিপ্রেক্ষিতে এসব মামলা হয়েছিল। এ মামলায় যারা সাক্ষ্য দিয়েছেন তারা রফিকুল মাদানীর সম্পর্কে কিছু বলেননি৷ তাই আদালত সাক্ষ্যগ্রহণ পর্যায়েই তাকে খালাস দেন।

জানা যায়, ২০২১ সালের ৭ এপ্রিল ভোরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দার নিজ বাড়ি থেকে রফিকুল ইসলামকে আটক  করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। ওইদিন দিবাগত রাতে গাছা থানায় র‍্যাব-১-এর ডিএডি আবদুল খালেক বাদী হয়ে মামলা করেন। এরপর তার বিরুদ্ধে রাজধানীর তিন থানায় পৃথক তিনটি মামলা হয়।

এসব মামলায় ২০২১ সালের শেষের দিকে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২২ সালে বিচার শুরুর দুই বছর পর তাকে খালাস দেওয়া হলো। এসব মামলায় আড়াই বছর কারাভোগের পর ২০২৩ সালের ৪ নভেম্বর তিনি কারামুক্ত হন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
কেআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।