ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ মামলায় সুমন মিয়া (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রেজাউল করিম এ রায় দেন।  

বাদীপক্ষের আইনজীবী জানান, ২০২১ সালের ১৮ জুলাই কসবা উপজেলার একটি শিশুকে তার দাদির জন্য ডাল দেওয়ার কথা বলে নিজের সঙ্গে ডেকে নিয়ে যান সুমন মিয়া। এরপর একটি বিদ্যালয়ের ফাঁকা শ্রেণিকক্ষে নিয়ে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ২০২১ সালের ১৯ জুলাই একটি মামলা করেন। তদন্ত শেষে সুমনের নামে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।