ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ময়মনসিংহে মাদক মামলা ৩ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
ময়মনসিংহে মাদক মামলা ৩ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ: ময়মনসিংহে ১৬৫ গ্রাম হেরোইন রাখার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক আলী মনসুর এই রায় ঘোষণা করেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার ভালুকা উপজেলার কুল্লাব গ্রামের মৃত আশিক আলীর ছেলে নিজাম উদ্দিন, একই গ্রামের আতাব উদ্দিনের ছেলে হিরণ মিয়া এবং গফরগাঁও উপজেলার পূর্বধামাই গ্রামের মৃত কাজীম উদ্দিনের ছেলে নবী হোসেন।  

আদালত পরিদর্শক (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৬৫ গ্রাম হেরোইন রাখার মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ নভেম্বর ভালুকা মডেল থানার পারুলদিয়া বাজার এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১৬৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আসামিরা জব্দ হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছে বলে স্বীকার করেন। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় সাক্ষ্য গ্রহণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।  

আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম রাজীব বলেন, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি নিজাম উদ্দিন এবং হিরণ মিয়া উপস্থিত থাকলেও এখনও পলাতক রয়েছেন নবী হোসেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ