নড়াইল: নড়াইলে একটি মাদক মামলায় নারী মাদক ব্যবসায়ী তাসলিমা বেগমকে (৫০) যাবজ্জীবন করাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক মো. সাইফুল আলম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামি তাসলিমা বেগম সাতক্ষীরা জেলার ছয়ঘুরিয়া গ্রামের মো. মুকুল মোল্লার স্ত্রী। রায় ঘোষণার সময় আসামি জামিনে গিয়ে পলাতক ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৩ এপ্রিল দুপুরে নড়াইল-যশোর মহাসড়কের চাঁচড়া গ্রামের শিবতলা মন্দিরের সামনে পাকা রাস্তায় নড়াইলের গোয়েন্দা পুলিশ চেকপোস্ট বসায়। এ সয় যশোর থেকে নড়াইলগামী একটি বাসে তল্লাশির সময় আসামি তাসলিমা বেগম বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ তাকে আটক করে তার দেহ তল্লাশি করে ভারতীয় অবৈধ মাদক ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মো. শাহাবুর রহমান বাদী হয়ে নড়াইল সদর থানায় মাদক আইনে একটি মামলা করেন।
জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তারিকুজ্জামান লিটু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত বলেন, বিচারিক আদালত ৯জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
জেএইচ