ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

আদালতে সা‌বেক এসি-ও‌সিসহ ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
আদালতে সা‌বেক এসি-ও‌সিসহ ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

বরিশাল: ছয় বছর আগে আটক, মামলা দিয়ে হয়রানিসহ নির্যাতনের অভিযোগে বরিশাল মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি), কোতোয়ালি মডেল থানার ওসিসহ ১২ পুলিশ সদস্যর বিরুদ্ধে নালিশি মামলা করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বরিশাল মহানগর হাকিম আদালতে নালিশি মামলাটি করা হয় বলে বেঞ্চ সহকারী মো. মিজানুর রহমান জানিয়েছেন।

মহানগর হাকিম নুরুল আমিন মামলায় আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

মামলার বাদি মাওলানা কামাল হোসেন খান নলছিটি পৌরসভার বাসিন্দা। তিনি নিজেকে ২০০২ সালে পৌর জামায়াতের আমির হিসেবে দাবি করেছেন। বিবাদিরা হলেন- মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল, সাবেক ওসি সাখাওয়াত হোসেন, এসআই মো. মহিউদ্দিন, মো. ফিরোজ, মো. শামিম, দ্বিপায়ন, এএসআই নজরুল ইসলাম, মেহেদি হাসান, কনস্টেবল মো. ইউনুস, হুমায়ুন কবির, রাশেদুল ইসলাম ও নয়ন চন্দ্র সরকার।

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, ২০১৮ সালের ২৭ নভেম্বর জামায়াত নেতাকে আটক করে পুলিশ মামলা করে। আটকের পর থানায় নিয়ে তাকে নির্যাতন করে। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলে পাঠিয়েছেন। চার মাস ২২ দিন তিনি কারান্তরীন ছিলেন। এতে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হয়ে ঘটনার ৬ বছর পর ন্যায় বিচার পেতে মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।