ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ইসলামী বিশ্ববিদ্যালয় ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয় ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

ঢাকা: ইসলামী বিশ্ববিদ্যালয় ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যকারী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বের) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাজধানীর একটি রেস্টুরেন্টে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

 

নতুন কমিটিতে সভাপতি হয়েছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক করা হয়েছে অ্যাডভোকেট মো. ফরিদুল ইসলাম।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা আনছারী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহেদুল ইসলাম কোয়েল।  

সভায় ২০২৫-২৬ বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটিতে মো. হামিদুর রহমানকে কোষাধ্যক্ষ ও আব্দুল্লাহ আল মামুনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪ 
ইএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।