ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

গাজীপুরে আইনগত সহায়তা দিবসের কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
গাজীপুরে আইনগত সহায়তা দিবসের কর্মসূচি

গাজীপুর: আইনগত সহায়তা দিবস উপলক্ষে গাজীপুরে র‌্যালি, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগে জেলা জজ আদালতের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি ভাওয়াল রাজবাড়ী সড়কসহ জেলা শহরের প্রধান সড়ক ঘুরে আবার আদালত চত্বরে এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় গাজীপুর জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মুনসুর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফজলে এলাহী ভূঁইয়া, যুগ্ম জেলা ও দায়রা জজ আলী আহসানসহ বিভিন্ন বিচারক ও কয়েকশ’ আইনজীবী অংশ নেন।

এ সময় জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক আদালত চত্বরে লিগ্যাল এইড মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।  

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
এএটি/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।