ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ধামরাইয়ের সূতীপাড়া ইউপি নির্বাচন হাইকোর্টে স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, মে ১২, ২০১৬

ঢাকা: ঢাকার ধামরাই উপজেলার সূতীপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সকল কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
 
আগামী ২৮ মে এ ইউপির নির্বাচন হওয়ার কথা ছিলো।


 
এক আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ মে) বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
 
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ বি এম গোলাম মোস্তফা তাজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।
 
পরে গোলাম মোস্তফা তাজ জানান, সূতীপাড়া ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে একটি রিটের প্রেক্ষিতে হাইকোর্ট ফেব্রুয়ারি মাসে রুল জারি করেছিলেন। এ রুল বিবেচনাধীন অবস্থায় নির্বাচনের তারিখ ঘোষণা করায় রিট আবেদনকারী একটি সম্পুরক আবেদন করেন।
 
বৃহস্পতিবার এ আবেদনের শুনানি শেষে হাইকোর্ট নির্বাচন তিন মাসের  জন্য স্থগিত করে আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ১২, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।