ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ফরিদপুরে হত্যা ও ধর্ষণের দায়ে একজনের ফাঁসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জুন ৭, ২০১৬
ফরিদপুরে হত্যা ও ধর্ষণের দায়ে একজনের ফাঁসি

ফরিদপুর: ফরিদপুর ভাঙ্গা উপজেলার হত্যা ও ধর্ষণ মামলায় এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া একই মামলায় অন্য তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।



মঙ্গলবার (০৭ জুন) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ফজলুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান (৩১) ফরিদপুর ভাঙ্গা উপজেলার বিলভরা গ্রামের বাসিন্দা।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের ১১ ডিসেম্বর বিকেলে ফরিদপুর সদর উপজেলার গদাধরডাঙ্গির সোবহান শেখের মেয়ে আকলিমাকে (২২) ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের বিলভরা গ্রামে নিয়ে যায় মিজানুর রহমান। সেখানে একটি বাগানে তাকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ একটি কুয়োর মধ্যে ফেলে দেয় মিজান। পরদিন দুপুরে পুলিশ আকলিমার মরদেহ উদ্ধার করে।

আদালতের পাবলিক প্রসিকিউটর বাবু মোল্লা বাংলানিউজকে জানান, ওই ঘটনায় ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল মিয়া ২০১১ সালের ১২ ডিসেম্বর সালে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার দীর্ঘ সাক্ষী ও শুনানি শেষে আদালত মিজানকে ফাঁসির আদেশ প্রদান করেন ও তাকে এক লাখ টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুন ০৭, ২০১৬
এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।