ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বেলকুচির ওয়াপদা খালের ৩০২ স্থাপনা অপসারণের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
বেলকুচির ওয়াপদা খালের ৩০২ স্থাপনা অপসারণের নির্দেশ

ঢাকা: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ওয়াপদা খালের দুই পাশে অবৈধভাবে দখলকৃত ৩০২টি স্থাপনা দুই মাসের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
 
সোমবার (২৫ জুলাই) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


 
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
 
আদেশের পরে মনজিল মোরসেদ জানান, ৩০২ স্থাপনা উচ্ছেদে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ৩০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
 
সিরাজগঞ্জের বেলকুচির ওয়াপদা খাল দখল নিয়ে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এসব প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ রিট দায়ের করেন।
 
ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৪ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। পাশাপাশি ওই খাল এলাকা জরিপ করে অবৈধ দখলদারদের সম্পর্কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ আদেশের পর জেলা প্রশাসন উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে জরিপ পরিচালনা করেন।
 
জরিপের পর ওয়াপদা খাল এলাকার চারটি মৌজায় মোট ৩০২টি অবৈধ স্থাপনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ দেন বলে জানিয়েছেন আইনজীবী মনজিল মোরসেদ।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।