ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

পর্যটন থেকে শফিকুলের বরখাস্তের আদেশই বহাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
পর্যটন থেকে শফিকুলের বরখাস্তের আদেশই বহাল

ঢাকা: অর্থ আত্মসাতের দায়ে বেনাপোলের সাবেক ব্যবস্থাপক শফিকুল ইসলামকে বরখাস্ত করে পর্যটন করপোরেশন যে আদেশ জারি করেছে তা বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ মঙ্গলবার (২৬ জুলাই) এ বিষয়ে রায় প্রদান করেন।

আদালতে পর্যটন করপোরেশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফজলুর রহমান খান। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট দাউদ খান জুবায়ের।

শফিকুল ইসলামের পক্ষে ছিলেন আইনজীবী এম এ সামাদ।

বিভাগীয় তদন্তের পর ২০০৬ সালের ২ মে পর্যটন সার্ভিস চার্জের দুই লাখ ৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সংস্থাটির বেনাপোল শাখার ব্যবস্থাপক মো. শফিকুল ইসলামকে বরখাস্ত করা হয়।

এই  বরখাস্তের আদেশের বিরুদ্ধে একই বছর হাইকোর্টে রিট আবেদন করেন শফিকুল ইসলাম।

পরে ২০০৯ সালের ২৩ জুলাই হাইকোর্ট বরখাস্তের আদেশ অবৈধ ও বাতিল ঘোষণা করেন।

একইসঙ্গে পর্যটন করপোরেশনকে তাদের গ্রাহকদের কাছ থেকে ১০ শতাংশ সার্ভিস চার্জ আদায় করা থেকে বিরত থাকতে বলা হয়।

হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে ২০১০ সালে পর্যটন করপোরেশন লিভ টু আপিল দায়ের করলে শুনানি শেষে আপিলের অনুমতি দেন আদালত।

মঙ্গলবার সেই আপিলের শুনানি নিয়ে আদালত বাংলাদেশ পর্যটন করপোরেশনের আপিল মঞ্জুর করেন।

ফলে শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ টিকে গেলো।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।