ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সাতদিনের রিমান্ডে হিজবুত তাহরির সদস্য মুন্না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
সাতদিনের রিমান্ডে হিজবুত তাহরির সদস্য মুন্না

সিলেট: হিজবুত তাহরির সদস্য ও সিলেটের বেসরকারি লিডিং ইউনিভার্সিটির ছাত্র মাহবুব ইকবাল মুন্নার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (০৩ আগস্ট) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়।

শুনানি শেষে বিচারক বিচারক মো.সাইফুজ্জামান হিরো সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিদেশ পালিয়ে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ৩১ জুলাই রাতে মুন্নাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সিলেটে মামলা থাকায় সিলেটের আদালতে আনা হয়।

পুলিশ সূত্র জানায়,  ২০১১ সালে তাকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের লিফলেট বিতরণকালে আটক করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।

মুন্না সিলেট নগরীর খাসদবির বন্ধন আবাসিক এলাকার এফ-১ নম্বর বাসার মৃত আবদুল বাছিরের ছেলে ও লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
এনইউ/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।