ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

আইন ও আদালত

জামিনে মুক্ত শফিক রেহমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
জামিনে মুক্ত শফিক রেহমান

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়ে আসেন শফিক রেহমান।

এ সময় কারা ফটকে তার স্ত্রী তালেয়া রেহমান, দুই চাচাতো ভাই ওনাসিস এ খোদা ও হাসানুর রহমান এবং নাতি রাসেল রহমানসহ পরিবারের কয়েকজন সদস্য ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার নাশির আহমেদ জানান, সোমবার (০৫ সেপ্টেম্বর) রাতে সাংবাদিক শফিক রেহমানের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছে। রাত বেশি হওয়ায় মঙ্গলবার সকালে তা যাচাই-বাছাই শেষে দুপুর ১২টা ৫০ মিনিটে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

গত ৩১ আগস্ট উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন শফিক রেহমান।

বাংলাদশ সময়: ১৩০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
আরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।