ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

আইন ও আদালত

শরীয়তপুরের লিংকন হত্যায় দু’জনের ফাঁসি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
শরীয়তপুরের লিংকন হত্যায় দু’জনের ফাঁসি

ঢাকা: শরীয়তপুরের লিংকন হত্যার দায়ে দুই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

বুধবার (৭ সেপ্টেম্বর) ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- সোহাগ হাওলাদার ও আতাবুর রহমান বাবলু।

ফাঁসির দণ্ডের অতিরিক্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করেন ট্রাইব্যুনাল।

রায় শোনানোর জন্য আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল। রায় শোনানো শেষে তাদের সাজা পরোয়ানা দিয়ে ফের কারাগারে পাঠানো হয়েছে।

রায় ঘোষণার আগে চার্জশিটভুক্ত ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন ট্রাইব্যুনাল।

রায়ের বিবরণ থেকে জানা গেছে, ২০১৩ সালের ২৫ জুন শরীয়তপুরের পালং উপজেলার বেড়া চিকন্দি এলাকার মোজাম্মেল খানের ছেলে লিংকনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যান প্রতিবেশী সোহাগ হাওলাদার। এর চারদিন পর বিনোদপুর শিমুলতলী এলাকার পাটক্ষেত থেকে লিংকনের গলিত মরদেহ পাওয়া যায়।

২৮ জুন নিহতের বাবা মোজাম্মেল খান তিনজনকে আসামি করে পালং থানায় মামলা করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।