ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নাসিরনগরে যৌন হয়রানির দায়ে বখাটের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
নাসিরনগরে যৌন হয়রানির দায়ে বখাটের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রুবেল মিয়া (২২) নামে বখাটেকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ অাদালত।  

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জম আহমদ এ আদেশ দেন।

কারাদণ্ডাদেশ প্রাপ্ত রুবেল উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

ইউএনও কার্যালয় সূত্র জানায়, সোমবার সকাল নয়টার দিকে মেয়েটি মাদ্রাসায় যাচ্ছিল। এসময় রুবেল তাকে প্রেমের প্রস্তাব দেন। মেয়েটির পরিবার ইউএনও’র কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। পরে স্থানীয় চাতলপাড় পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুর রহমান ইউএনও'র নির্দেশে রুবেলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। এসময় অভিযোগ প্রমাণিত হওয়ায় রুবেলকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারক।  

ইউএনও চৌধুরী মোয়াজ্জম আহমদ বাংলানিউজকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।