ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড পরিদর্শনে চীনা প্রতিনিধি দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চীনের ইউনান প্রদেশের লিগ্যাল অ্যাফেয়ার্স অফিসের ৫ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড অফিস পরিদর্শন করেছেন।

 

মঙ্গলবার (২৫ অক্টোবর) ইউনান প্রদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পরিচালক লি কুংয়াও এর নেতৃত্বে ০৫ জন প্রতিনিধি এ পরিদর্শনে অংশ নেন।

পরিদর্শন শেষে তারা সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহিমের সঙ্গে সাক্ষাত করেন। এ সময় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক মালিক আব্দুল্লাহ্ আল-আমিন, সহকারী পরিচালক মাসুদা ইয়াসমিন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট টাইটাস হিল্লোল রেমা উপস্থিত ছিলেন।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক মালিক আব্দুল্লাহ্ আল-আমিন বলেন, ‘বাংলাদেশের সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে ধারণা নিতে চীন থেকে লিগ্যাল অ্যাফেয়ার্স অফিসের এই প্রতিনিধি দল দু’দিনের সফরে এসেছেন। আমরা প্রতিনিধি দলের কাছে নিম্ন আদালত থেকে উচ্চ আদালতের সরকারি এ আইনি সেবার কার্যক্রম সম্পর্কে তুলে ধরেছি। তারা এ অভিজ্ঞতা তাদের বাস্তবতায় জনগণের আইনি সেবা নিশ্চিত করতে বাস্তবায়ন করবেন বলে আশা করছি’।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।