ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

দলীয় পরিচয়ে ইউপি নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
 দলীয় পরিচয়ে ইউপি নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ

ঢাকা: স্থানীয় সরকার (ইউপি) নির্বাচনে রাজনৈতিক পরিচয় ব্যবহারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের পক্ষে বৃহস্পতিবার (০৩ নভেম্বর) রিট আবেদনটি দায়ের করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

পরে তিনি বলেন, রিটে স্থানীয় সরকার (ইউপি নির্বাচন) সংশোধন আইনের (২০১৫) ধারা চ্যালেঞ্জ করা হয়েছে।

দলীয় প্রতীকে ইউপি নির্বাচন হওয়ার কারণে সহিংসতার মাত্রা বেড়েছে। এ কারণে দলীয় প্রতীকে ইউপি নির্বাচন বাতিল চাওয়া হয়েছে।  

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, আইন সচিব, নির্বাচন কমিশনের সচিব, স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬

ইএস/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।