ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

রাষ্ট্রধর্ম নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
রাষ্ট্রধর্ম নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

সংবিধানের ২ (ক) অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম ইসলাম বৈধ বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে এবার আপিল করা হয়েছে।

ঢাকা: সংবিধানের ২ (ক) অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম ইসলাম বৈধ বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে এবার আপিল করা হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন আইনজীবী সমরেন্দ্র নাথ গোস্বামী।

তিনি জানান, হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার আপিল করা হয়েছে।

সংবিধানের পঞ্চদশ সংশধোনীতে (২০১১)  ২ (ক) অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভূক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৫ সালের আগস্ট রিট দায়ের করেছিলেন গোস্বামী।  

পরে একই বছরের ৭ সেপ্টেম্বর রিট আবেদনটি খারিজ করে দেন বিচারপতি মো.এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে রিট আবেদনে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.খোরশেদুল আলম। রিট আবেদনে বিবাদী ছিলেন আইন সচিব।

সংবিধানের ২ক অনুচ্ছেদে বলা হয়, ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু,বৌদ্ধ, খ্রীষ্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করিবেন। ’

এদিকে একই বিষয়ে ২৮ বছর আগে ১৫জন বিশিষ্টজনের করা একটি রিট চলতি বছরের ২৮ মার্চ খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, নভেম্বর ১৩,২০১৬
ইএস/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।