ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সাঁওতালদের ধান কাটার সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
সাঁওতালদের ধান কাটার সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালদের রোপণ করা ধান কাটার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের অবাধে চলাফেরার অধিকার নিশ্চিতে নির্দেশ...

ঢাকা: গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালদের রোপণ করা ধান কাটার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অথবা চিনিকল কর্তৃপক্ষসহ বিবাদীরা ধান কেটে সাঁওতালদের বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।

এক রিটের শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এ আদেশ দেন। রিট আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন ও জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

পরে এ এম আমিন উদ্দিন বলেন, আজকে (বৃহস্পতিবার) পত্রপত্রিকায় সাঁওতালদের ধান কাটা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিষয়টি আদালতে অবহিত করার পর আদালত সাঁওতালদের রোপণ করা ধান কাটার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন অথবা চিনিকল কর্তৃপক্ষসহ বিবাদীরা ধান কেটে সাঁওতালদের বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  

একইসঙ্গে তাদের অবাধে চলাফেরার অধিকার নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হামলার ঘটনায় কয়টি মামলা হয়েছে, কারা কারা আসামি রয়েছেন সে বিষয়ে ১০ দিনের মধ্যে একটি প্রতিবেদন আদালতে দাখিলে গাইবান্ধার এসপি ও ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। আর এ মামলাটি আবার ৩০ নভেম্বর পরবর্তী আদেশের জন্য কার্যতালিকায় থাকবে।     

একইসঙ্গে আদালত রুলও জারি করেছেন। যাতে সাঁওতালদের জীবন-মান সম্পত্তি রক্ষায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

রিটে বিবাদী করা হয়েছে, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, শিল্প সচিব, পুলিশের মহাপরিদর্শক, পুলিশের রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক, গাইবান্ধার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান, রংপুর সুগার মিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সাহেবগঞ্জ সুগারক্যান ফার্মের উপ-মহাব্যবস্থাপক, স্থানীয় সংসদ সদস্য ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে।

১৬ নভেম্বর আইন ও সালিস কেন্দ্র (আসক), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও ব্রতী সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে হাইকোর্টে এ রিট দায়ের করা হয়।

সংবাদমাধ্যমের খবর অনুসারে, গত ০৬ নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের বিরোধপূর্ণ জমি নিয়ে কলের শ্রমিক-কর্মচারী ও সাঁওতালদের সংঘর্ষ থামাতে গুলি চালায় পুলিশ। এতে তিনজন সাঁওতাল নিহত হন, আহত হন অনেকে।

পরে পুলিশ-র‌্যাব ওইদিন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে মিলের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদ করে।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬/আপডেট ১৩১৬
ইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।