ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

কিবরিয়া হত্যা মামলায় আরও দুইজনের সাক্ষ্যগ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
কিবরিয়া হত্যা মামলায় আরও দুইজনের সাক্ষ্যগ্রহণ

সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলায় আরও দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন তারা।

সিলেট: সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলায় আরও দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে।  

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন তারা।


আদালতের বিচারক মো. মকবুল আহসান ওই সমাবেশে গ্রেনেড হামলার প্রত্যক্ষদর্শী মর্তুজ আলী ও জামাল মিয়ার সাক্ষ্যগ্রহণ করেন।

সিলেট আদালতের সরকারি কৌসুলী (পিপি) কিশোর কুমার কর বাংলানিউজকে জানান, এ পর্যন্ত কিবরিয়া হত্যা মামলায় ১৭১ সাক্ষীর মধ্যে ৪৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

‘সাক্ষ্যগ্রহণকালে কারাগারে থাকা ১৪ আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছাড়া সিলেট সিটির করপোরেশনের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী, হুজি নেতা মুফতি হান্নানসহ ১৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন,’ জানিয়েছেন কিশোর কুমার।  

আগামী ২৩ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানান তিনি।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ পাঁচজন।

ওই হামলায় আহত হন আরও ৪৩ জন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।