ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ইমন হত্যায় দুই আসামির যাবজ্জীবন, ৫ জন খালাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
ইমন হত্যায় দুই আসামির যাবজ্জীবন, ৫ জন খালাস

২০০৩ সালে রাজধানীর মোহাম্মদপুরের ব্যবসায়ী মঈন খান ইমন হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন এবং পাঁচ আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

ঢাকা: ২০০৩ সালে রাজধানীর মোহাম্মদপুরের ব্যবসায়ী মঈন খান ইমন হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন এবং পাঁচ আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন।



আদালতে আসামি পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মনসুরুল হক চৌধুরী।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।

যাবজ্জীবন পাওয়া দুই আসামি হলেন, শাহ আলম এবং রতন। খালাসপ্রাপ্তরা হলেন, সোহেল রিয়াজ পাপ্পু,শাহরিয়ার হোসেন জসিম,লালু উদ্দিন লালু,মীর মোহাম্মদ রিয়াজ ও টিপু ওরফে মুরগি টিপু।

মামলার বিবরণে জানা যায়,২০০৩ সালের ২৯ এপ্রিল মোহাম্মদপুরের কাজী নজরুল ইসলাম রোডে অবস্থিত বিসমিল্লাহ স্টোরে বসে চা পানরত অবস্থায় ব্যবসায়ী মঈন খান ইমনকে উঠিয়ে যায় সন্ত্রাসীরা। পরে নুরজাহান রোডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নিয়ে গুলি করে হত্যা করা হয়।

এই ঘটনায় একই দিন অজ্ঞাতনামাদের আসামি করে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

পরে নয় আসামির বিরুদ্ধে অভিযোগ জমা দেয় পুলিশ।  

এ মামলায় ২০০৫ সালের ৩১ আগস্ট বিচারিক আদালত সাতজনকে মৃত্যুদণ্ড এবং দুই আসামিকে খালাস দেন।  

পরে আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে আসার পর ২০১০ সালের ৪ সেপ্টেম্বর হাইকোর্ট এক আসামিকে যাবজ্জীবন দিয়ে বাকিদের খালাস দেন।

হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। আপিলে শুনানি শেষে দুইজনকে যাবজ্জীবন এবং বাকীদের খালাস দেন আপিল বিভাগ।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
ইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।