ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

উস্কানির মামলায় মামুনের জামিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
উস্কানির মামলায় মামুনের জামিন

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার সঙ্গে এক টেলিফোন আলাপে ‘সরকার উৎখাত ও সেনা বিদ্রোহে উস্কানির’ মামলায় জনৈক মো. মশিউর রহমান মামুনকে তিন মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

ঢাকা: নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার সঙ্গে এক টেলিফোন আলাপে ‘সরকার উৎখাত ও সেনা বিদ্রোহে উস্কানির’ মামলায় জনৈক মো. মশিউর রহমান মামুনকে তিন মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (০৫ ডিসেম্বর) বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ অর্ন্তবর্তীকালীন জামিন দেন।

একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী গোলাম রসুল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ ।

২০১৫ সালে মান্নার সঙ্গে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির টেলিফোনালাপের দু’টি অডিও ক্লিপ প্রকাশের পর ওই বছরের ২৫ ফেব্রুয়ারি মান্নাকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া মান্নার সঙ্গে টেলিফোনে আলাপকারী অজ্ঞাত সেই ব্যক্তি মামুনকেও পরে পুলিশ গ্রেফতার করে।

এদিকে ওই ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় ইতিমধ্যে মান্না আপিল বিভাগ থেকে জামিন পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ০৫,২০১৬
ইএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।