ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আইজিআর আব্দুল মান্নান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আইজিআর আব্দুল মান্নান

ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন পরিদফতরের মহাপরিদর্শক খান মো. আব্দুল মান্নানকে তার অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে স্বপদে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আগামী ৭ জানুয়ারি (রোববার) অথবা তার যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে ২০১২ সালের ১৫ মার্চ নিবন্ধন পরিদফতরের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পান সিনিয়র জেলা জজ খান মো. আব্দুল মান্নান।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।