ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ শিগগিরই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ শিগগিরই

ঢাকা: শিগগিরই সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিচার, প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে আমি বারবার জবাব দিয়েছি।

এটা রাষ্ট্রপতির এখতিয়ার। এ বিষয়ে কোনো কথা বলাই কিন্তু ঠিক হবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, শিগগিরই আপিল বিভাগে বিচারপতি নিয়োগ করা হবে। একই সঙ্গে বিচারপতি নিয়োগ দেওয়া হবে হাইকোর্ট বিভাগেও। তাছাড়া আপিল বিভাগে কাজের দিকটা বিবেচনা করেই সেই সংখ্যক বিচারপতি নিয়োগ দেওয়া হবে।

খুব শিগগির বলতে কবে এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এই প্রক্রিয়া চলতে থাকবে। তবে এ মাস বা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই হবে।  

দশম জুডিশিয়ারির পদায়নের গেজেট নিয়ে আইনমন্ত্রী বলেন, এইমাত্র তথ্য পেলাম পোস্টিংয়ের বিষয়াদি প্রক্রিয়াধীন। এই মাসের মধ্যে এ গেজেট প্রকাশ হয়ে যাবে।  

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮/আপডেট সময়: ১৫৩৫ ঘণ্টা
ইএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।