ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ফোর-জি নিয়ে হাইকোর্টের আদেশ রোববার পর্যন্ত স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
ফোর-জি নিয়ে হাইকোর্টের আদেশ রোববার পর্যন্ত স্থগিত ফোর-জি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করলেন আপিল বিভাগ

ঢাকা: ফোর-জি লাইসেন্সিং গাইডলাইন এবং তরঙ্গ নিলামের বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ রোববার (১৪ জানুয়ারি) পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বিটিআরসির করা আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। রোববার এ বিষয়ে শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে।


 
আদালতে বিটিআরসির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি  জেনারেল মুরাদ রেজা। আর মামলার বাদী বাংলালায়ন কমিউনিকেশন্স লিমিটেডের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুব আলী।

এর আগে বৃহস্পতিবার সকালে ফোর-জি লাইসেন্সিং গাইডলাইন এবং তরঙ্গ নিলামের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আবেদন জানিয়ে জারি করা বিজ্ঞপ্তি স্থগিত করেন হাইকোর্ট। বাংলালায়ন কমিউনিকেশন্সের পক্ষে রিট আবেদন করা হলে তার শুনানি নিয়ে হাইকোর্ট ওই আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮/আপডেট ১৭৩৮ ঘণ্টা
ইএস/এইচএ/

** ফোর-জি’র লাইসেন্স নিয়ে বিটিআরসির বিজ্ঞপ্তি স্থগিত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।