ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বিমানের কার্গো শাখায় ৭৪ জনের চাকরি স্থায়ীকরণে রুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
বিমানের কার্গো শাখায় ৭৪ জনের চাকরি স্থায়ীকরণে রুল

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো শাখার মার্কেটিং অ্যান্ড সেলসের কমার্শিয়াল অ্যাসিসট্যান্ট পদে দৈনিক হাজিরা ভিত্তিতে চাকরিরত ৭৪ জনের চাকরি কেন স্থায়ী করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

ওই ৭৪ জনের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (২৮ জানুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
 
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী বিএম ইলিয়াস কচি ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান।
 
চার সপ্তাহের মধ্যে সিভিল এভিয়েশন সচিবসহ সংশ্লিষ্ট আটজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
পরে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া বলেন, বিমানের কার্গো শাখার মার্কেটিং অ্যান্ড সেলসের কমার্শিয়াল অ্যাসিসট্যান্ট পদে দৈনিক হাজিরা ভিত্তিতে ৭৪ জন ২০১৬ সালের ২৬ ডিসেম্বর থেকে চাকরি করছেন। কিন্তু তাদের  স্থায়ী না করেই একই পদে সমান যোগ্যতার অধিকারী ৫৫ জনকে ৩ জানুয়ারি তিন বছরের চুক্তিতে নিয়োগ দেন। এ তিন বছর শেষে ৫৫ জনকে স্থায়ী করার কথা চুক্তিতে রয়েছে।
 
বৈষম্যের শিকার হওয়া ৭৪ জন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার পরও কোনো ব্যবস্থা না করায় তারা হাইকোর্টে রিট করেন।

লোহাগাড়ার ইউএনও-ওসি নিয়ে আদেশ সোমবার
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।