ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

শিমুল বিশ্বাসের রিমান্ড শুনানি পিছিয়ে ২২ মার্চ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
শিমুল বিশ্বাসের রিমান্ড শুনানি পিছিয়ে ২২ মার্চ

ঢাকা: গুলশান ও বংশাল থানার নাশকতার দুই মামলায় খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের রিমান্ড শুনানির পিছেয়ে ২২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

রোববার (০৮ মার্চ) মামলা দু’টির রিমান্ড শুনানির জন্য শিমুল বিশ্বাসকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ।

কিন্তু তাকে রিমান্ডে না নেওয়া সংক্রান্ত হাইকোর্টে রিট থাকায় শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবীব ও বংশাল থানার মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা রিমান্ড শুনানি পিছিয়ে ২২ মার্চ দিন নির্ধারণ করেন।

শিমুল বিশ্বাসকে গুলশান থানার মামলায় ১০দিন এবং বংশাল থানার মামলায় সাত দিন রিমান্ড চায় পুলিশ।

৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার পর ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নম্বর বিশেষ আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে আটক করে ডিবি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এমআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।